EU delegation visited Tannery Industrial Estate Dhaka

A delegation of the European Union (EU) including Dr. Michal Krejza, Minister Counsellor and Head of Development Cooperation, EUD visited Tannery Industrial Estate Dhaka on 24 March, 2024.
They visited CETP, Anjuman Trading Corporation Ltd. and attended a meeting with Bangladesh Tanners Association (BTA) after the visit.
BTA Chairman, Mr. Md. Shaheen Ahamed , officials from EU mission Bangladesh, BTA, OSHE foundation and other development partners attended the visit and the meeting.


“LWG সনদ অর্জনে পানি ও বিদ্যুৎ ব্যবহার হ্রাসে ট্যানারির করণীয় ” বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে , বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকায় বিশেষ কর্মসূচি হিসেবে আয়োজিত “LWG সনদ অর্জনে পানি ও বিদ্যুৎ ব্যবহার হ্রাসে ট্যানারির করণীয় ” বিষয়ে ০৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির ১ম দিন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর, জেনারেল সেক্রেটারি, জনাব মোঃ সাখাওয়াত উল্ল্যাহ, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়ের উপ-পরিচালক, জনাব ইসরাত জাহান।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির, টেকনিশিয়ান, সুপারভাইজার ও ড্রাম ম্যানগণ।
এছাড়াও বিটিএ এবং এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


“স্বাস্থ্য ও নিরাপত্তা (অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও মহড়া)” শীর্ষক ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, এসকর্ট ফুটওয়্যার বিডি লিমিটেড, ১/৪, ঝাউচর, কামরাঙ্গিরচর, ঢাকায় “স্বাস্থ্য ও নিরাপত্তা (অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও মহড়া)” শীর্ষক ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“স্বাস্থ্য ও নিরাপত্তা (অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও মহড়া)” বিষয়ের উপর সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব আব্দুস সহিদ, সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব ইসরাত জাহান, নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন এসকর্ট ফুটওয়্যারস বিডি লিমিটেড এর শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ কর্মসূচির ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

ট্যানারি শিল্প একটি ঐতিহ্যবাহী ও দেশীয় কাঁচামাল ভিত্তিক রপ্তানিমুখী খাত। রপ্তানির জন্য উৎপাদনে কমপ্লাইয়েন্স অনুসরণ বাধ্যতামূলক। LWG সনদ কমপ্লাইয়েন্স অর্জনে সহায়ক। এ সনদ অর্জন করতে পারলে ইউরোপসহ অন্যান্য দেশের ব্র্যান্ড বায়ারদের আর্কষণ করা সহজ হবে। বিটিএ এলএসবিপিসি এর সহায়তায় ২০ টি ট্যানারিতে “LWG সনদ অর্জনে ট্যানারি প্রস্তুতকরণ কর্মসূচি” বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় গত ১০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা-য় “LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ কর্মসূচির ইনসেপশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।
কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর, ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, এসোসিয়েশনের জেনারেল সদস্যগণ, চামড়া শিল্প সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বিভিন্ন ট্যনারির মালিক ও প্রতিনিধিগণ, বিটিএ এবং এলএসবিপিসি এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



An MOU was signed between BTA and Solidaridad Network Asia Ltd.

An MOU was signed between Bangladesh Tanners Association (BTA) and Solidaridad Network Asia Ltd. to promote good practices, green job creation and market linkages in the Leather Industry.
BTA Chairman, Mr. Shaheen Ahamed, Senior Vice Chairman, Mr. Md. Eliasur Rahman, Vice Chairman, Mr. Mizanur Rahman and other officials from BTA & Solidaridad Network Asia Ltd. were present in the meeting.


Chemical Management System বিষয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

GIZ ও বিটিএ’র যৌথ উদ্যোগে Good working condition in tanneries (GOTAN) প্রজেক্টের আওতায় “Chemical Management System” বিষয়ে দিনব্যাপি কর্মশালা গত ২৫ জানুয়ারি, ২০২৪ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা-য় অনুষ্ঠিত হয়েছে।
ট্রেনিং এর উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ সাদেক বাবু।
কর্মশালায় বিভিন্ন ট্যানারির ক্যামিকেল সেকশনে কর্মরত ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এছাড়াও বিটিএ ও GIZ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




LWG সনদ অর্জনে Capacity Building-03 শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণের লক্ষ্যে, ২০ টি ট্যানারি থেকে মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে Capacity Building-03 শীর্ষক কর্মশালা গত ২৪ জানুয়ারি, ২০২৪ তারিখে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান
কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।


LWG সনদ অর্জনে Capacity Building-02 শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণের লক্ষ্যে, ২০ টি ট্যানারি থেকে মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে Capacity Building-0২ শীর্ষক কর্মশালা গত ২০ জানুয়ারি, ২০২৪ চামড়া শিল্প নগরীতে অবস্থিত আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ এর হলরুমে অনুষ্ঠিত হয়।
কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

বিটিএ’র কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৪) এর চতুর্থ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)’র কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৪) এর চতুর্থ সভা গত ২০ ডিসেম্বর, ২০২৩ তারিখে এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বিটিএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, উপদেষ্টা মন্ডলী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।
সভায় চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সমস্যার প্রতিকার ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর চেয়ারম্যান, জনাব মোঃ শাহীন আহমেদ



LWG সনদ অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা ও LWG সনদপ্রাপ্ত ট্যানারির সম্মাননা প্রদান অনুষ্ঠান

LWG সনদ কমপ্লাইয়েন্স অর্জনে ট্যানারিগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে ২০১৮-২০১৯ অর্থবছর থেকে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় ২৫টি ট্যানারি নির্বাচন করে বিভিন্ন কনসালটেন্ট দ্বারা LWG এর সর্বশেষ protocol অনুযায়ী GAP Analysis করে বর্তমান অবস্থা তুলে ধরা হয় এবং করণীয়সমূহ চিহ্নিত করে গাইডলাইন তৈরী করা হয়। কনসালটেন্ট কর্তৃক প্রতিটি ট্যানারির মনোনীত প্রতিনিধিদেরকে এর তৈরীকৃত গাইডলাইন অনুযায়ী কাজ করার জন্য প্রশিক্ষিত করে তোলা হয়। পরবর্তীতে যেসকল ট্যানারি LWG সনদ অর্জনে অধিকতর সক্ষম সেরকম ১২টি ট্যানারি নির্বাচন করে ২০২২-২০২৩ অর্থবছরের ফলো-আপ কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হয়।
এই কার্যক্রমের মাধ্যমে ১২টি ট্যানারির মধ্যে নিজস্ব ইটিপি থাকায় খুলনায় অবস্থিত সুপারেক্স লেদার লিমিটেড Silver ক্যাটাগরিতে LWG সনদ এবং যশোরে অবস্থিত এস,এ,এফ ইন্ডাষ্ট্রিজ লিঃ Gold ক্যাটাগরিতে LWG সনদ পেয়েছে।
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত ০৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে স্যামসন এইচ চৌধুরী সেন্টার (২য় তলা), ঢাকা ক্লাব লিঃ-এ “বাংলাদেশের ট্যানারি শিল্পে LWG সনদ অর্জনে করণীয়” শীর্ষক কর্মশালা ও LWG সনদপ্রাপ্ত ট্যানারির সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ শাহীন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ), স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ, জেনারেল সেক্রেটারী, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবদুর রহিম খান, কো-অর্ডিনেটর, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি “বাংলাদেশের ট্যানারি শিল্পে LWG সনদ অর্জনে করণীয়” এর উপর একটি উপস্থাপনা করেন।
এছাড়াও, শিল্প মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ভাইস চেয়ারম্যান, ট্রেজারার, এসোসিয়েশনের জেনারেল সদস্যগণ এবং চামড়া শিল্প সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।