Export Readiness Fund (ERF) এর অনুদান প্রাপ্তির প্রস্তাব উপস্থাপন বিষয়ক ওয়ার্কশপ

এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্পের আওতায় উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক Export Readiness Fund (ERF) এর অনুদান প্রাপ্তির জন্য প্রস্তাব দাখিল করতে পারবেন। এ লক্ষ্যে Export Readiness Fund (ERF) এর ম্যাচিং গ্রান্ট প্রোগ্রাম বিষয়ে অবহিতকরণ ওয়ার্কশপ গত ০৯ ফেব্রুয়ারি, রবিবার, বিকাল ৩:০০টায় বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিটিএ এর চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ, ট্রেজারার মিজানুর রহমান, বিভিন্ন ট্যানারীর মালিক ও প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *