“কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা-শ্রীমঙ্গল

বর্তমানে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে শিল্প মালিকদের শুধুমাত্র পণ্য উৎপাদন করলেই চলবেনা, তা মানসম্পন্ন ও হতে হবে। মানসম্পন্ন পণ্য উৎপাদনের জন্য শ্রমিকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করে তুলতে হবে। পশুর গা থেকে চামড়া ছাড়ানো (Flaying) থেকে শুরু করে, চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণ বাস্তবায়নের মাধ্যমে চামড়ার গুণগত মান রক্ষা করা সম্ভব হবে। ট্যানারী মালিক তথা চামড়া শিল্পের সাথে জড়িত সকল উদ্যোক্তাদেরকে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।

বাংলাদেশের চামড়া শিল্পের আধুনিকায়নে চামড়া ও চামড়া জাত পণ্যের নতুন বাজার সন্ধান এবং বিদেশী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে মানসম্পন্ন চামড়া ও চামড়া জাত পণ্যে উৎপাদনের জন্য ৮ মার্চ, ২০২০ রোজ রবিবার বেলা ০২:৩০ ঘটিকায় বন্ধন কমিউনিটি সেন্টার, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল এ “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব সবুর আহমেদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, ডেপুটি সেক্রেটারী, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।

প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহযোগী নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয় এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকার বিভিন্ন মাংস দোকানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় কাঁচা চামড়া ব্যবসায়ী, চামড়া গুদামের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

 

 

 

৬৫তম বার্ষিক সাধারণ সভা ও বনভোজন – ২০২০

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ৬৫তম বার্ষিক সাধারণ সভা ও বনভোজন – ২০২০ গত ১২ ফেব্রুয়ারি, ২০২০ রোজঃবুধবার, শাইরা গার্ডেন হোটেল এন্ড রিসোর্টস, মদনপুর (অন্দির পাড়), নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিটিএ’র সম্মানিত চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ।

Export Readiness Fund (ERF) এর অনুদান প্রাপ্তির প্রস্তাব উপস্থাপন বিষয়ক ওয়ার্কশপ

এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্পের আওতায় উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক Export Readiness Fund (ERF) এর অনুদান প্রাপ্তির জন্য প্রস্তাব দাখিল করতে পারবেন। এ লক্ষ্যে Export Readiness Fund (ERF) এর ম্যাচিং গ্রান্ট প্রোগ্রাম বিষয়ে অবহিতকরণ ওয়ার্কশপ গত ০৯ ফেব্রুয়ারি, রবিবার, বিকাল ৩:০০টায় বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিটিএ এর চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ, ট্রেজারার মিজানুর রহমান, বিভিন্ন ট্যানারীর মালিক ও প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লিমিটেড এর ফলপ্রসূ পরিচালনা বিষয়ে ডায়ালগ

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এবং দি এশিয়া ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে গত ০৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার সকাল ১১:০০টায়, দ্য ফুড ল্যান্ড, হাউজ-৮৪/১, রোড-৭/এ, ধানমন্ডিতে “ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লিমিটেড এর ফলপ্রসূ পরিচালনা” বিষয়ে ডায়ালগ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের মাননীয় চেয়ারম্যান, জনাব মোশতাক হাসান, এনডিসি ডায়লগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এর চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ এবং চামড়া শীল্প নগরী, ঢাকা এর প্রকল্প পরিচালক জনাব প্রকৌঃ জিতেন্দ্র নাথ পাল।
এছাড়াও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এর ট্রেজারার জনাব মিজানুর রহমান,মাননীয় জেলা প্রশাসক ঢাকা এর প্রতিনিধি, বিভিন্ন ট্যানারীর মালিকগন, এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ সহ  চামড়া শিল্প সংশ্লিষ্ট আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

Validation Workshop on “Roadmap for Sustainable Economic Growth – Tanning Sub-sector”

A day-long validation workshop on “Roadmap for Sustainable Economic Growth- Tanning Sub-sector” organised by GIZ held on Thursday, 12 December, 2019 at Foodland restaurant, Dhanmondi, Dhaka.

Leaders and officials from Bangladesh Tanners Association (BTA) and BFLLFEA attended the workshop. The workshop is done in order to develop a roadmap for the tanning sub-sector up to 2030 adjusting with SDG goals.

Honorable Treasurer, Mr. Mizanur Rahman, Secretary Mr. Nurul Islam, Additional Secretary Mrs. Rehana Akter Ruma and the working group members from BTA participated in the workshop.

চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শিল্প মন্ত্রণালয় এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর যৌথ উদ্যোগে “চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ অবহিতকরণ” বিষয়ক কর্মশালা গত ০২/১২/২০১৯ খ্রি সোমবার সকাল ১০ঃ০০ থেকে বিকাল ৪ঃ৩০ পর্যন্ত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তন, পল্টন টাওয়ার, পুরানা পল্টন লেন, ঢাকায়  অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সভাপতি জনাব সাইফুল ইসলাম দিলাল।এছাড়াও কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর চেয়ারম্যান জনাব মোঃ শাহিন আহমেদ। মাননীয় শিল্প সচিব জনাব মোঃ আবদুল হালিম কর্মশালায় সভাপতিত্ব করেন।

German Delegation Team Visited Tannery Industrial Estate Dhaka

A team from the German Federal Ministry of Economic Cooperation and Development visited Bangladesh from 15 to 21 November 2019. Aim of the visit was to contribute to the formulation of a next 3-year phase of German development cooperation support, of which continued support to the tannery sector is foreseen. The team visited to the Tannery Industrial Estate Dhaka (TIED) regarded the following

1.  One tannery that applies average technology.
2.  The Central Effluent Treatment Plant (CETP), including the Chrome Separation Unit
3.  Solid Waste Dump Yard.

The delegation that  visited TIED composed the following persons:

From Bangladesh Tanners Association (BTA)

Mr. Md Shaheen Ahamed. ( Chairman, BTA)

Md. Shakawat Ullah. ( General Secretary, BTA)

From the German Federal Ministry of Economic Cooperation and Development
Mr. Andreas Hartmann
Ms. Christina Liesegang
Ms. Katja Hummel
From GIZ
Mr. Jochen Weikert
Mr. Werner Lange
Ms. Felicia Hoeer
Mr. Rodney Reviere
Mr. Faisal Rabbi