LWG সনদ অর্জনে Capacity Building-03 শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণের লক্ষ্যে, ২০ টি ট্যানারি থেকে মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে Capacity Building-03 শীর্ষক কর্মশালা গত ২৪ জানুয়ারি, ২০২৪ তারিখে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান
কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।


LWG সনদ অর্জনে Capacity Building-02 শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণের লক্ষ্যে, ২০ টি ট্যানারি থেকে মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে Capacity Building-0২ শীর্ষক কর্মশালা গত ২০ জানুয়ারি, ২০২৪ চামড়া শিল্প নগরীতে অবস্থিত আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ এর হলরুমে অনুষ্ঠিত হয়।
কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

বিটিএ’র কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৪) এর চতুর্থ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)’র কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৪) এর চতুর্থ সভা গত ২০ ডিসেম্বর, ২০২৩ তারিখে এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বিটিএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, উপদেষ্টা মন্ডলী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।
সভায় চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সমস্যার প্রতিকার ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর চেয়ারম্যান, জনাব মোঃ শাহীন আহমেদLWG সনদ অর্জনে করণীয় শীর্ষক কর্মশালা ও LWG সনদপ্রাপ্ত ট্যানারির সম্মাননা প্রদান অনুষ্ঠান

LWG সনদ কমপ্লাইয়েন্স অর্জনে ট্যানারিগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে ২০১৮-২০১৯ অর্থবছর থেকে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় ২৫টি ট্যানারি নির্বাচন করে বিভিন্ন কনসালটেন্ট দ্বারা LWG এর সর্বশেষ protocol অনুযায়ী GAP Analysis করে বর্তমান অবস্থা তুলে ধরা হয় এবং করণীয়সমূহ চিহ্নিত করে গাইডলাইন তৈরী করা হয়। কনসালটেন্ট কর্তৃক প্রতিটি ট্যানারির মনোনীত প্রতিনিধিদেরকে এর তৈরীকৃত গাইডলাইন অনুযায়ী কাজ করার জন্য প্রশিক্ষিত করে তোলা হয়। পরবর্তীতে যেসকল ট্যানারি LWG সনদ অর্জনে অধিকতর সক্ষম সেরকম ১২টি ট্যানারি নির্বাচন করে ২০২২-২০২৩ অর্থবছরের ফলো-আপ কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হয়।
এই কার্যক্রমের মাধ্যমে ১২টি ট্যানারির মধ্যে নিজস্ব ইটিপি থাকায় খুলনায় অবস্থিত সুপারেক্স লেদার লিমিটেড Silver ক্যাটাগরিতে LWG সনদ এবং যশোরে অবস্থিত এস,এ,এফ ইন্ডাষ্ট্রিজ লিঃ Gold ক্যাটাগরিতে LWG সনদ পেয়েছে।
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত ০৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে স্যামসন এইচ চৌধুরী সেন্টার (২য় তলা), ঢাকা ক্লাব লিঃ-এ “বাংলাদেশের ট্যানারি শিল্পে LWG সনদ অর্জনে করণীয়” শীর্ষক কর্মশালা ও LWG সনদপ্রাপ্ত ট্যানারির সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ শাহীন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ), স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ, জেনারেল সেক্রেটারী, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবদুর রহিম খান, কো-অর্ডিনেটর, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি “বাংলাদেশের ট্যানারি শিল্পে LWG সনদ অর্জনে করণীয়” এর উপর একটি উপস্থাপনা করেন।
এছাড়াও, শিল্প মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ভাইস চেয়ারম্যান, ট্রেজারার, এসোসিয়েশনের জেনারেল সদস্যগণ এবং চামড়া শিল্প সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Workshop on Labor Inspection Management Application (LIMA)

Bangladesh Tanners Association (BTA) & GIZ jointly organized a Workshop on Labor Inspection Management Application (LIMA) on 30 October, 2023 at BSCIC Office, Tannery Industrial Estate Dhaka.
BTA Vice-Chairman, Mr. Md. Mizanur Rahman, General Secretary, Mr. Md. Shakawat Ullah, EC Member, Mr. Sadeak Babu was present at the program.
Owners, Managers and Compliance Officers from different tanneries were the participants of the workshop.
Dr. Silvia from GIZ, Mr. Firoz Alam, Project Manager, GOTAN, officials from GIZ & BTA were also present at the program.MOU signed between BTA and GIZ

MOU on project titled Good Working Condition in Tanneries (GOTAN) was signed on 10th October, 2023 between Bangladesh Tanners Association (BTA) and GIZ.
BTA Chairman, Mr. Shaheen Ahamed, Vice Chairman, Mr. Mizanur Rahman, GOTAN Project Manager, Mr. Firoz Alam and other high officials from BTA & GIZ were present in the meeting.

বিটিএ’র এক্সট্রা অর্ডিনারী জেনারেল মিটিং (ইজিএম) অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে এবং এই সেক্টরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহনের লক্ষ্যে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) গত ১৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ফরচুন স্কয়ার কনভেনশন হল, ধানমন্ডি, ঢাকা-য় এক্সট্রা অর্ডিনারী জেনারেল মিটিং (ইজিএম) এর আয়োজন করে।
সভায় বিটিএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, ট্যানারির মালিক ও কর্মকর্তাগণ এবং বিটিএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ।


“Introductory training on First Aid” বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত

GIZ ও বিটিএ’র যৌথ উদ্যোগে Good working condition in tanneries (GOTAN) প্রজেক্টের আওতায় “Introductory training on First Aid” বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষন গত ৩০ আগস্ট, ২০২৩ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা-য় অনুষ্ঠিত হয়েছে।
ট্রেনিং এর উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির দুইজন অভিজ্ঞ প্রশিক্ষক ট্রেনিং পরিচালনা করেন । এছাড়াও ট্রেনিং-এ বিটিএ ও GIZ এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ট্রেনিং-এ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির মনোনীত প্রতিনিধিবৃন্দ।
ট্রেনিং শেষে ফার্স্ট-এইড কিট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
বিটিএ ও এল ডব্লিউ জি অডিটর Mr. Viswanathan এর মধ্যে অবজারভেশন শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দি এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে ২৪.০৮.২০২৩ ইং তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও এল ডব্লিউ জি অডিটর Viswanathan এর মধ্যে একটি অবজারভেশন শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিটিএ চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্লাহ, ট্রেজারার জনাব শফিক মোহাম্মদ আওলাদ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব সাদেক বাবু এবং দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব কাজী ফয়সাল বিন সিরাজ, ডিরেক্টর জনাব মোঃ সাদাত সদরুদ্দীন শিবলী, প্রোগ্রাম ম্যানেজার মোঃ তাহেরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ট্যানারির মালিকবৃন্দ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়ার এক্সপোর্টার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব এস.এস.এ.এম. মাহবুব উদ্দীন, সিইও জনাব মোঃ জয়নাল আবেদীন, দি এশিয়া ফাউন্ডেশন এবং বিটিএর কর্মকর্তাবৃন্দ উক্ত সভায় অংশগ্রহণ করেন।


চামড়া শিল্পনগরীতে এল ডব্লিউ জি অডিট প্রটোকল ও সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ

দি এশিয়া ফাউন্ডেশন ও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)-এর যৌথ উদ্যোগে লেদার ওয়ার্কিং গ্রুপ (এল ডব্লিউ জি) অডিটর জনাব বিশ্বনাথন এর অংশগ্রহণে ট্যানারি মালিক ও ম্যানেজমেন্ট কর্মকর্তাদের জন্য এল ডব্লিউ জি অডিট প্রটোকল ও সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ গত ২২.০৮.২০২৩ ইং তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ. চামড়া শিল্পনগরী, হেমায়েতপুর, সাভার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে বিটিএ’র ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্লাহ, বিটিএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব সাদেক বাবু সহ বিভিন্ন ট্যানারির মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ তাহেরুল ইসলাম, টেকনিক্যাল কোঅর্ডিনেটর এ.এম.সাজ্জাদ হোসাইন খানসহ বিটিএ ও দি এশিয়া ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এলডব্লিউজি অডিটর জনাব বিশ্বনাথন।
প্রশিক্ষণে এলডব্লিউজির বর্তমান অডিট প্রটোকল বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয় এবং বিভিন্ন কম্পোনেন্টে সন্তোষজনক ফলাফল অর্জনের জন্য করণীয় বিষয়সমূহে আলোচনা হয়।