Two-days-long training held for Safety Committee members at TIED

As part of efforts towards compliance, a two-days-long training for Safety Committee members on Operational Knowledge and Skills to increase the knowledge and build the capacity of safety committees as per Bangladesh Labour Act 2006 and Bangladesh Labour Rules 2015, was held at Dhaka Tannery Industrial Estate Wastage Treatment Plant Company Limited (DTIEWTPCL) conference room, Hemayetpur, Savar, Dhaka on June 18-19, 2022. Coordinated by Bangladesh Tanners Association (BTa), all 24 members of safety committees, including a female member of 4 tanneries have participated in the training organized by Bangladesh Labour Foundation supported by The Asia Foundation. A. M. Sajjad Hossain Khan, Senior Program Officer, The Asia Foundation, and Rehana Akter Ruma, Head of project and programs, Bangladesh Tanners Association attended the training as guests. Md. Mehedi Hasan, Deputy Inspector General (Health) of Department of Inspection for Factories and Establishment (DIFE), and Mir Md. Shahenul Islam, Senior Operation Engineer, DTIEWTPCL were the guest facilitators. At the end of training, participating factories developed their action plans and visited CETP.


LWG সনদ অর্জনের লক্ষ্যে ট্যানারী প্রস্তুতকরণ – শীর্ষক কর্মশালা

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “LWG সনদ অর্জনের লক্ষ্যে ট্যানারী প্রস্তুতকরণ” শীর্ষক এক কর্মশালা গত ২১ মে, ২০২২ সুপারেক্স লেদার লিঃ, খুলনা এর হলরুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় “LWG সনদ অর্জনের লক্ষ্যে ট্যানারী প্রস্তুতকরণ” বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নুর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহকারী নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয় এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন সুপারেক্স লেদার লিঃ এর উৎপাদন ও ইটিপি পরিচালনার সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




LWG সনদ অর্জনে Capacity Building কর্মশালা – ০৩

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণের লক্ষ্যে, ২৫ টি ট্যানারি থেকে মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে Capacity Building-03 কর্মশালা গত ১০ মে, ২০২২ চামড়া শিল্প নগরীতে অবস্থিত সালমা ট্যানারী লিঃ এর হলরুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উদ্বোধনী সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ এবং ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান। সিনিয়র কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

শিল্প সচিব জনাব জাকিয়া সুলতানা চামড়া শিল্প নগরী ঢাকা পরিদর্শন করেন

শিল্প মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব জাকিয়া সুলতানা গত ১০ মে, ২০২২ তারিখে চামড়া শিল্প নগরী ঢাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান জনাব মুহঃ মাহবুবর রহমান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ।
এছাড়াও শিল্প মন্ত্রণালয়, বিসিক চামড়া শিল্প নগরী ও বিটিএ’র অন্যান্য কর্মকর্তাগণ পরিদর্শনে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিসিক, চামড়া শিল্প নগরী ঢাকার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Safe Chemical Use and Management Strategies শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও Solidaridad Bangladesh এর যৌথ উদ্যোগে চামড়া শিল্পে নিরাপদ কেমিক্যাল ব্যবহার ও ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Promoting Safe Use of Chemicals (PSUC) প্রজেক্টের কার্যক্রম শুরু হয়। PSUC প্রজেক্টের অংশ হিসেবে বিভিন্ন ট্যানারির মিডলেভেল ম্যানেজারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২১ এপ্রিল, ২০২২ বিটিএ’র হল রুমে Safe Chemical Use and Management Strategies শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিসিক চামড়া শিল্পনগরী, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও Solidaridad Bangladesh এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন চামড়া শিল্পে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ক্যামিকেল এজেন্ট ও বিভিন্ন ট্যানারির মিডলেভেল ম্যানেজারগণ ।






Solidaridad Network Asia এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর যৌথ সভা অনুষ্ঠিত

Solidaridad Network Asia এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর যৌথ উদ্যোগে গত ১৮ এপ্রিল, ২০২২ বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর হল রুমে Solidaridad Network Asia Project এর অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ, এছাড়াও ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান, ট্রেজারার জনাব শফিক এম ডি আওলাদ হোসেন, বিটিএ’র এক্সিকিউটিব কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ট্যানারির প্রতিনিধিগণ এবং বিটিএ ও Solidaridad Network Asia এর কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।


Orientation program on ISO 45001:2018 Occupational Health and Safety Management Systems (OHSMS) assessment

Bangladesh Tanners Association (BTA) in partnership with The Asia Foundation (TAF) has intended to initiate ISO 45001:2018 Occupational Health and Safety Management Systems (OHSMS) assessment in 15 (Fifteen) tannery factories which are the members of the Bangladesh Tanners Association (BTA).
This initiative aims to improve occupational health and safety, eliminate hazards, and minimize OH&S risks (including system deficiencies), take advantage of OH&S opportunities, and address OH&S management nonconformities associated with its activities.
In this context, BTA, TAF & SGS jointly organized three daylong orientation programs for midlevel management from tanneries on ISO 45001:2018 Occupational Health and Safety Management Systems (OHSMS) assessment at BTA hall room on 16, 18 April and 18 May 2022.
Mr. Nurul Islam, Executive Secretary, BTA & Mr. Rehana Akter Ruma, Head of Project & Programs, BTA , was present at the program.
Owners and midlevel management from different tanneries, representatives & officers from BTA, The Asia Foundation & SGS were also present at the program.
1st Orientation program- 16.04.2022

2nd Orientation program- 18.04.2022


3rd Orientation program- 18.05.2022

Safe Chemical Use and Management Strategies শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও Solidaridad Bangladesh এর যৌথ উদ্যোগে চামড়া শিল্পে নিরাপদ কেমিক্যাল ব্যবহার ও ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Promoting Safe Use of Chemicals (PSUC) প্রজেক্টের কার্যক্রম শুরু হয়। PSUC প্রজেক্টের অংশ হিসেবে চামড়া শিল্পে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ক্যামিকেল এজেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ৩১ মার্চ, ২০২২ চামড়া শিল্পনগরীতে অবস্থিত বিসিক কনফারেন্স রুমে Safe Chemical Use and Management Strategies শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামের উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ট্রেজারার জনাব এসএম আওলাদ হোসেন । প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন বিসিক চামড়া শিল্পনগরী, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও Solidaridad Bangladesh এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন চামড়া শিল্পে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ক্যামিকেল এজেন্টগণ।



Kick-off meeting of ISO 45001:2018 OHSMS assessment

Bangladesh Tanners Association (BTA) in partnership with The Asia Foundation (TAF) has intended to initiate ISO 45001:2018 Occupational Health and Safety Management Systems (OHSMS) assessment in 15 (Fifteen) tannery factories which are the members of the Bangladesh Tanners Association (BTA).
This initiative aims to improve occupational health and safety, eliminate hazards, and minimize OH&S risks (including system deficiencies), take advantage of OH&S opportunities, and address OH&S management nonconformities associated with its activities.
In this context, BTA and TAF jointly organized a kick-off meeting of ISO 45001:2018 Occupational Health and Safety Management Systems (OHSMS) assessment at SGS Bangladesh office on March 28, 2022.
Mr. Md. Shaheen Ahamed, Chairman, Bangladesh Tanners Association (BTA), was present at the program as chief guest.
Mr. Rehana Akter Ruma, Head of Project & Programs, BTA, Tannery Owners and representatives from different tanneries, representatives from The Asia Foundation & SGS were also present at the program.


“Pre-Treatment বাস্তবায়নে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ২৩ মার্চ,২০২২ তারিখে বিসিক কার্যালয় চামড়া শিল্পনগরী ঢাকার হল রুমে “Pre-Treatment বাস্তবায়নে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার অংশ হিসেবে ২৩ মার্চ বিভিন্ন ট্যানারি সরেজমিনে পরিদর্শন করা হয়।
কর্মশালায় বিসিক কার্যালায় চামড়া শিল্পনগরী, বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন চামড়া শিল্পনগরী ঢাকার বিভিন্ন ট্যানারির ড্রামম্যান, সুপারভাইজার ও ম্যানেজারগণ।