Awareness Training on Safe Use of Chemicals

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও Solidaridad Bangladesh এর যৌথ উদ্যোগে চামড়া শিল্পে নিরাপদ কেমিক্যাল ব্যবহার ও ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Promoting Safe Use of Chemicals (PSUC) প্রজেক্টের কার্যক্রম শুরু হয়। PSUC প্রজেক্টের অংশ হিসেবে প্রথম ধাপে তিনটি মডিউল (মডিঊল-১,মডিঊল-২,মডিঊল-৩) এ ভাগ করে চামড়া শিল্প নগরী ঢাকা’র বিভিন্ন ট্যানারিতে Awareness Training on Safe Use of Chemicals শীর্ষক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। ইতোমধ্যে বিভিন্ন ট্যানারিতে Awareness Training on Safe Use of Chemicals এর মডিউল-১ এ ট্যানিং কেমিক্যাল এর পরিচিতি বিষয়ে প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। প্রশিক্ষনে বিভিন্ন ট্যানারির কেমিক্যাল ষ্টোর, ওয়েট ব্লু সেকশনসহ বিভিন্ন সেকশনের শ্রমিক-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *