বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ৩১ মার্চ ২০২১ তারিখ থেকে শুরু হওয়া “ট্যানারিতে কমপ্লাইয়েন্স নিশ্চিত ও এলডবলিউজি (LWG) সার্টিফিকেট অর্জন” বিষয়ের উপর সিরিজ কর্মশালার ৭ম এবং সমাপনী কর্মশালা, ২৪ জুন, ২০২১ বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)’র হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)’র কর্মকর্তা বৃন্দ।
রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নুর মুহাম্মদ, সহকারী অধ্যাপক , লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
“ট্যানারিতে কমপ্লাইয়েন্স নিশ্চিত ও এলডবলিউজি (LWG) সার্টিফিকেট অর্জন” বিষয়ক কর্মশালা
