EC4J প্রকল্পের আওতায় বিভিন্ন সেক্টরের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে PIFIC উইং গঠন করা হয়।
এই প্রকল্পের আওতায় বাংলাদেশের চামড়া শিল্পের স্বার্থে এবং চামড়া শিল্পনগরী ঢাকা’র অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) কয়েকটি প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেছে। প্রকল্পের স্থান এবং সম্ভাব্য ফলাফল যাচাই এর জন্য EC4J, PIFIC, IMC world wide এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এর প্রতিনিধিগন গত ২৪ নভেম্বর, ২০২১ চামড়া শিল্পনগরী ঢাকা পরিদর্শন করেন।
পরিদর্শনে EC4J প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মনছুরুল আলম, উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) শেখ মোঃ আব্দুর রহমান সহ ,বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ), PIFIC এবং IMC world wide এর কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
চামড়া শিল্পনগরী ঢাকা’র অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন
