“Sustainable Tanning & Re-tanning ( Chemical & Mechanical process) ” বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষন

EC4J প্রকল্প-বাণিজ্য মন্ত্রণালয় এর অর্থায়নে, এলএসবিপিসি ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “Sustainable Tanning & Re-tanning ( Chemical & Mechanical process) ” বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষন গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারী, ২০২২ আঞ্জুমান ট্রেডিং করপোরেশন, চামড়া শিল্প নগরী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
দুইদিন ব্যাপি ট্রেনিং-এর উদ্বোধন করেন EC4J এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মনছুরুল আলম, তাঁকে ফুল দিয়ে অনুষ্ঠানে বরণ করেন বিটিএ’র সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ।
ট্রেনিং-এ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির লেদার ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানবৃন্দ।
ট্রেনিং-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ, ট্রেজারার জনাব শফিক এম ডি আওলাদ হোসেন এবং বিটিএ ও ই-জোনের কর্মকর্তাবৃন্দ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *