বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর আমন্ত্রনে বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান এম্বাসেডর জনাব এনরিকো নানযিয়াতা গত ২৪ ফেব্রুয়ারী ২০২২, সাভারস্থ চামড়া শিল্প নগরী এবং CETP পরিদর্শন করেন। এরপর চামড়া শিল্প নগরীর আঞ্জুমান ট্রেডিং করপোরেশনের বিভিন্ন ট্যানিং প্রক্রিয়া এবং ট্যানারী পরিদর্শন করেন।
পরিদর্শনে বিটিএ’র চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ, ট্রেজারার জনাব শফিক এম ডি আওলাদ হোসেন-সহ বিটিএ’র অন্যান্য নেতৃবৃন্দ, DTIEWTPCL-এর ব্যবস্থাপনা পরিচালক (উপ সচিব) জনাব মোস্তাক আহমেদ এবং বিটিএ ও বিসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জনাব নানযিয়াতা বাংলাদেশ ও ইতালির মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন এবং চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার ব্যাপারে আশ্বাস প্রদান করে।
বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান এম্বাসেডরের সাভারস্থ চামড়া শিল্প নগরী এবং CETP পরিদর্শন
