বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর আয়োজনে এবং দ্যা এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে গত ১৮-১৯ ফেব্রুয়ারি, ২০২২ইং তারিখে আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ এর প্রশিক্ষণের ভেন্যুতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে ট্যানারীতে কর্মরত ১২টি ট্যানারীর শ্রমিকদের অংশগ্রহণে ২দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেহানা আক্তার রুমা, হেড অব প্রোগ্রাম এন্ড প্রোজেক্ট, বাংলাদেশট্যানার্সএসোসিয়েশন (বিটিএ)।
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে ট্যানারীতে কর্মরত শ্রমিকদের অংশগ্রহণে ২দিনব্যাপী প্রশিক্ষণ
