EC4J প্রকল্প-বাণিজ্য মন্ত্রণালয় এর অর্থায়নে, এলএসবিপিসি ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “Sustainable Finished Leather Development/Surface Coating(Chemical & Mechanical Process)” বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষন গত ০৯ ও ১০ মার্চ, ২০২২ সালমা ট্যানারী লিঃ, চামড়া শিল্প নগরী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
দুইদিন ব্যাপি ট্রেনিং এর উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ এবং ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন লেদার ইঞ্জিনিয়ার জনাব মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও ট্রেনিং-এ বিটিএ’র হেড অব প্রজেক্টস এন্ড প্রোগ্রাম, জনাব রেহানা আক্তার রুমা এবং বিটিএ ও ই-জোনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ট্রেনিং-এ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির লেদার ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানবৃন্দ।
ট্রেনিং-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলএসবিপিসি,বাণিজ্য মন্ত্রণালয় এর সহকারী নির্বাহী কর্মকর্তা, কাজী আনিসুর রহমান খান।
“Sustainable Finished Leather Development ” বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষন
