বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও Solidaridad Bangladesh এর যৌথ উদ্যোগে চামড়া শিল্পে নিরাপদ কেমিক্যাল ব্যবহার ও ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Promoting Safe Use of Chemicals (PSUC) প্রজেক্টের কার্যক্রম শুরু হয়। PSUC প্রজেক্টের অংশ হিসেবে চামড়া শিল্পে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ক্যামিকেল এজেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ৩১ মার্চ, ২০২২ চামড়া শিল্পনগরীতে অবস্থিত বিসিক কনফারেন্স রুমে Safe Chemical Use and Management Strategies শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামের উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ট্রেজারার জনাব এসএম আওলাদ হোসেন । প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন বিসিক চামড়া শিল্পনগরী, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও Solidaridad Bangladesh এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন চামড়া শিল্পে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ক্যামিকেল এজেন্টগণ।
Safe Chemical Use and Management Strategies শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
