বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “LWG সনদ অর্জনের লক্ষ্যে ট্যানারী প্রস্তুতকরণ” শীর্ষক এক কর্মশালা গত ২১ মে, ২০২২ সুপারেক্স লেদার লিঃ, খুলনা এর হলরুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় “LWG সনদ অর্জনের লক্ষ্যে ট্যানারী প্রস্তুতকরণ” বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নুর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহকারী নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয় এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন সুপারেক্স লেদার লিঃ এর উৎপাদন ও ইটিপি পরিচালনার সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
LWG সনদ অর্জনের লক্ষ্যে ট্যানারী প্রস্তুতকরণ – শীর্ষক কর্মশালা
