Training Program for Increasing Women’s Participation in the ICT Sector in Bangladesh

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-০১ এর আওতায় বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও IBCS-PRIMAX Software BD ltd. এর সার্বিক তত্ত্বাবধানে ০৭টি মডিউলে “Training Program for Increasing Women’s Participation in the ICT Sector in Bangladesh” শীর্ষক ০৫ দিনব্যাপী ০৫টি ট্রেনিং ২০ মার্চ, ২০২২ থেকে শুরু হয়ে ১৩ মে, ২০২২ পর্যন্ত বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর হল রুমে অনুষ্ঠিত হয়েছে ।
০৫টি ট্রেনিং এর মাধ্যমে ১২৫ জন চামড়া শিল্প সংশ্লিষ্ট নারী উদ্যোক্তা এবং চামড়া শিল্পে কর্মরত নারী কর্মকর্তাগণ ০৭ টি মডিউলের উপর আইসিটি প্রশিক্ষণ লাভ করেন।
প্রশিক্ষন চলাকালীন বিভিন্ন সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান, ট্রেজারার জনাব এসএম আওলাদ হোসেন এবং সিইও জনাব নুরুল ইসলাম ।
০৫ দিনব্যাপী অনুষ্ঠিত ট্রেনিং সমূহ কো-অর্ডিনেট করেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর হেড অব প্রজেক্টস এন্ড প্রোগ্রাম জনাব রেহানা আক্তার রুমা। এছাড়া, ওয়ার্ল্ড ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রকল্প কার্যালয়ের প্রতিনিধিগণ ট্রেনিং ইভালুয়েশন করেন।
প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক মানের সনদ প্রদান করা হয়।

Batch – 01


Batch – 02


Batch – 03


Batch – 04


Batch – 05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *