“সামাজিক কমপ্লাইয়েন্স, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার বিষয়ক” দিনব্যাপি বেসিক ট্রেনিং অনুষ্ঠিত

EC4J প্রকল্প-বাণিজ্য মন্ত্রণালয় এর অর্থায়নে, এলএসবিপিসি ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “সামাজিক কমপ্লাইয়েন্স, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার বিষয়ক” দিনব্যাপি বেসিক ট্রেনিং গত ২৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখে চামড়া শিল্পনগরী সাভারে অবস্থিত বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
ট্রেনিং-এর উদ্বোধন করেন EC4J এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মনছুরুল আলম, তাঁকে ফুল দিয়ে অনুষ্ঠানে বরণ করেন বিটিএ’র হেড অব প্রজেক্টস অ্যান্ড প্রোগ্রাম জনাব রেহানা আক্তার রুমা, ই-জোন এবং এলএসবিপিসি’র কর্মকর্তাগণ।
ট্রেনিং-এর সমাপনী সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ।
ট্রেনিং-এ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির সুপারভাইজার ও মিড-লেভেল কর্মকর্তাগণ ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *