EC4J প্রকল্প-বাণিজ্য মন্ত্রণালয় এর অর্থায়নে, এলএসবিপিসি ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “5S এবং হাউজকিপিং বিষয়ে” দিনব্যাপি বেসিক ট্রেনিং গত ০৩ অক্টোবর, ২০২২ তারিখে চামড়া শিল্পনগরী সাভারে অবস্থিত বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর হেড অব প্রজেক্টস অ্যান্ড প্রোগ্রাম জনাব রেহানা আক্তার রুমা, জনাব কাজী মোহাম্মদ আনিসুর রহমান খাঁন, সহকারী নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি)বাণিজ্য মন্ত্রাণালয় এবং ই-জোন এর কর্মকর্তাগণ ট্রেনিং-এ উপস্থিত ছিলেন।
ট্রেনিং-এর সমাপনী সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান।
ট্রেনিং-এ ফেসিলিটেটর ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হোসাইন ফয়সাল, প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ট্যানারির সুপারভাইজার ও মিড-লেভেল কর্মকর্তাগণ ।
Bangladesh Tanners Association (BTA) > Latest News > “5S এবং হাউজকিপিং বিষয়ে” দিনব্যাপি বেসিক ট্রেনিং অনুষ্ঠিত