বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ১৩ ও ১৪ ডিসেম্বর, ২০২২, রোজ- মঙ্গল ও বুধবার, এসকর্ট ফুটওয়্যার বিডি লিমিটেড, ১/৪, ঝাউচর, কামরাঙ্গিরচর, ঢাকায় “স্বাস্থ্য ও নিরাপত্তা (অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও মহড়া)” শীর্ষক ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“স্বাস্থ্য ও নিরাপত্তা (অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও মহড়া)” বিষয়ের উপর সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব আব্দুস সহিদ, সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব ইসরাত জাহান, নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, জনাব লিটন চন্দ্র রায়, সহকারী নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয় এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন এসকর্ট ফুটওয়্যারস বিডি লিমিটেড এর শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
“স্বাস্থ্য ও নিরাপত্তা (অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও মহড়া)” শীর্ষক ২ দিন ব্যাপী কর্মশালা
