EC4J প্রকল্প-বাণিজ্য মন্ত্রণালয় এর অর্থায়নে, এলএসবিপিসি ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “ট্যানারি বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে” দিনব্যাপি বেসিক ট্রেনিং গত .০৪ জানুয়ারি, ২০২৩ তারিখে চামড়া শিল্পনগরী সাভারে অবস্থিত আরাফাত লেদার কমপ্লেক্স লিঃ এর ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর হেড অব প্রজেক্টস অ্যান্ড প্রোগ্রাম জনাব রেহানা আক্তার রুমা এবং ই-জোন এর কর্মকর্তাগণ ট্রেনিং-এ উপস্থিত ছিলেন।
ট্রেনিং-এ ফেসিলিটেটর ছিলেন বিটিএ’র নির্বাহী কর্মকর্তা জনাব মিতু খাতুন, প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ট্যানারির সুপারভাইজার ও মিড-লেভেল কর্মকর্তাগণ ।
Bangladesh Tanners Association (BTA) > Latest News > “ট্যানারি বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে” দিনব্যাপি বেসিক ট্রেনিং অনুষ্ঠিত