ট্যানারি শিল্প একটি ঐতিহ্যবাহী ও দেশীয় কাঁচামাল ভিত্তিক রপ্তানিমুখী খাত। রপ্তানির জন্য উৎপাদনে কমপ্লাইয়েন্স অনুসরণ বাধ্যতামূলক। LWG সনদ কমপ্লাইয়েন্স অর্জনে সহায়ক। এ সনদ অর্জন করতে পারলে ইউরোপসহ অন্যান্য দেশের ব্র্যান্ড বায়ারদের আর্কষণ করা সহজ হবে। বিটিএ এলএসবিপিসি এর সহায়তায় প্রাথমিকভাবে ২৫ টি ট্যানারিতে “LWG সনদ অর্জনে ট্যানারি প্রস্তুতকরণ কর্মসূচি” বাস্তবায়ন করছে। ২০২২-২০২৩ অর্থবছরে উক্ত ২৫ টি ট্যানারি হতে LWG Protocol এর ১৭১০ নম্বরের ১৭ টি সেকশন বাস্তবায়ন কর্মকান্ডে এগিয়ে থাকা ১২ টি ট্যানারির ফলো-আপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গত ২১ জানুয়ারি, ২০২৩ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা-য় “LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ ফলো-আপ কর্মসূচির ইনসেপশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুর রহিম খান, কো-অর্ডিনেটর, বিপিসি ও অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহীন আহমেদ, চেয়ারম্যান, বিটিএ ও পরিচালক এফবিসিসিআই।
সিনিয়র কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ, ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান, ট্রেজারার, জনাব এস এম আওলাদ হোসেন, এসোসিয়েশনের জেনারেল সদস্যগণ, চামড়া শিল্প সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বিভিন্ন ট্যনারির মালিক ও প্রতিনিধিগণ, বিটিএ এবং এলএসবিপিসি এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
“LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ ফলো-আপ কর্মসূচির ইনসেপশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত
