ন্যাশনাল প্ল্যান অব একশন বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চামড়া শিল্পের সোশ্যাল কমপ্লায়েন্স অর্জণের লক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর যৌথ উদ্যোগে বিটিএ’র সদস্যভুক্ত ট্যানারি মালিক ও ব্যাবস্থাপনা পরিচালকগণের সাথে সরকার কর্তৃক অনুমোদিত ন্যাশনাল প্ল্যান অব একশন বাস্তবায়ন বিষয়ে এক অবহিতকরণ সভা গত ৩০ জানুয়ারি, ২০২৩ তারিখে ফোর সিজন রেষ্টুরেন্ট, ধানমন্ডী, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
অবহিতকরণ সভায় বিটিএ’র সদস্যভুক্ত বিভিন্ন ট্যানারির মালিক/ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ (অতিরিক্ত সচিব), মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহীন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
এছাড়াও বিটিএ’র ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান, জেনারেল সেক্রেটারি, জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ, বিএলএফ’র মহাসচিব, জনাব জেড এম কামরুল আনাম, দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ, বিটিএ, বিএলএফ এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *