ট্যানারি শিল্প একটি ঐতিহ্যবাহী ও দেশীয় কাঁচামাল ভিত্তিক রপ্তানিমুখী খাত। রপ্তানির জন্য উৎপাদনে কমপ্লাইয়েন্স অনুসরণ বাধ্যতামূলক। LWG সনদ কমপ্লাইয়েন্স অর্জনে সহায়ক। এ সনদ অর্জন করতে পারলে ইউরোপসহ অন্যান্য দেশের ব্র্যান্ড বায়ারদের আর্কষণ করা সহজ হবে। বিটিএ এলএসবিপিসি এর সহায়তায় প্রাথমিকভাবে ২৫ টি ট্যানারিতে “LWG সনদ অর্জনে ট্যানারি প্রস্তুতকরণ কর্মসূচি” বাস্তবায়ন করছে। ২০২২-২০২৩ অর্থবছরে উক্ত ২৫ টি ট্যানারি হতে LWG Protocol এর ১৭১০ নম্বরের ১৭ টি সেকশন বাস্তবায়ন কর্মকান্ডে এগিয়ে থাকা ১২ টি ট্যানারির ফলো-আপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গত ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা-য় “LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ ফলো-আপ কর্মসূচির পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা-১” অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয়ের কমকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন এবং সিনিয়র কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Bangladesh Tanners Association (BTA) > Latest News > “LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ ফলো-আপ কর্মসূচির পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা-১” অনুষ্ঠিত