EC4J প্রকল্প-বাণিজ্য মন্ত্রণালয় এর অর্থায়নে, এলএসবিপিসি ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “কমপ্লায়েন্স মানদন্ড, নিরীক্ষা প্রস্তুতি এবং সার্টিফিকেশন বিষয়ে” দিনব্যাপি বেসিক ট্রেনিং গত ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে চামড়া শিল্পনগরী সাভারে অবস্থিত দি কুমিল্লা ট্যানারি লিঃ এর ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং ই-জোন এর কর্মকর্তাগণ ট্রেনিং-এ উপস্থিত ছিলেন।
ট্রেনিং-এ ফেসিলিটেটর ছিলেন বিটিএ’র নির্বাহী কর্মকর্তা জনাব মিতু খাতুন, প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ট্যানারির সুপারভাইজার ও মিড-লেভেল কর্মকর্তাগণ ।
“কমপ্লায়েন্স মানদন্ড, নিরীক্ষা প্রস্তুতি এবং সার্টিফিকেশন বিষয়ে” দিনব্যাপি বেসিক ট্রেনিং অনুষ্ঠিত
