বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম এর যৌথ উদ্যোগে এবং দি এশিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় গত ১৯ জুন, ২০২৩, “চামড়া শিল্পের টেকসই উন্নয়নে করণীয়” শীর্ষক সেমিনার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম এর সম্মেলন কক্ষ, পল্টন টাওয়ার, ৮৭ পুরানা পল্টন লাইন, কালভার্ট রোড, ঢাকা ১০০০-এ অনুষ্ঠিত হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জনাব কাজী ফয়সাল বীন সিরাজ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, দি এশিয়া ফাউন্ডেশন, সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহীন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ), সঞ্চালনা করেন জনাব মোঃ সাদাত শিবলী, ডিরেক্টর, দি এশিয়া ফাউন্ডেশন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জনাব মোঃ শাহীন আহমেদ, চেয়ারম্যান, বিটিএ ও জনাব রেহানা আক্তার রুমা, হেড অব প্রজেক্টস্ এন্ড প্রোগ্রাম, বিটিএ।
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা, প্রেসিডেন্ট, ইআরএফ, জনাব আবুল কাশেম, জেনারেল সেক্রেটারী, ইআরএফ, জনাব ফেরদৌস আরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিল্ড, জনাব তারিকুল ইসলাম খান, উপদেষ্টা, বিটিএ ও ব্যবস্থাপনা পরিচালক, মারসন্স ট্যানারী লিমিটেড, জনাব আবুল কালাম আজাদ, সভাপতি, ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন।
Bangladesh Tanners Association (BTA) > Latest News > “চামড়া শিল্পের টেকসই উন্নয়নে করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত