GIZ ও বিটিএ’র যৌথ উদ্যোগে Good working condition in tanneries (GOTAN) প্রজেক্টের আওতায় “Introductory training on First Aid” বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষন গত ৩০ আগস্ট, ২০২৩ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা-য় অনুষ্ঠিত হয়েছে।
ট্রেনিং এর উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির দুইজন অভিজ্ঞ প্রশিক্ষক ট্রেনিং পরিচালনা করেন । এছাড়াও ট্রেনিং-এ বিটিএ ও GIZ এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ট্রেনিং-এ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির মনোনীত প্রতিনিধিবৃন্দ।
ট্রেনিং শেষে ফার্স্ট-এইড কিট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
“Introductory training on First Aid” বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত
