বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণের লক্ষ্যে, ২০ টি ট্যানারি থেকে মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে Capacity Building-0২ শীর্ষক কর্মশালা গত ২০ জানুয়ারি, ২০২৪ চামড়া শিল্প নগরীতে অবস্থিত আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ এর হলরুমে অনুষ্ঠিত হয়।
কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
Bangladesh Tanners Association (BTA) > Latest News > LWG সনদ অর্জনে Capacity Building-02 শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত