GIZ ও বিটিএ’র যৌথ উদ্যোগে Good working condition in tanneries (GOTAN) প্রজেক্টের আওতায় “Chemical Management System” বিষয়ে দিনব্যাপি কর্মশালা গত ২৫ জানুয়ারি, ২০২৪ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা-য় অনুষ্ঠিত হয়েছে।
ট্রেনিং এর উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ সাদেক বাবু।
কর্মশালায় বিভিন্ন ট্যানারির ক্যামিকেল সেকশনে কর্মরত ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এছাড়াও বিটিএ ও GIZ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।