ট্যানারি শিল্প একটি ঐতিহ্যবাহী ও দেশীয় কাঁচামাল ভিত্তিক রপ্তানিমুখী খাত। রপ্তানির জন্য উৎপাদনে কমপ্লাইয়েন্স অনুসরণ বাধ্যতামূলক। LWG সনদ কমপ্লাইয়েন্স অর্জনে সহায়ক। এ সনদ অর্জন করতে পারলে ইউরোপসহ অন্যান্য দেশের ব্র্যান্ড বায়ারদের আর্কষণ করা সহজ হবে। বিটিএ এলএসবিপিসি এর সহায়তায় ২০ টি ট্যানারিতে “LWG সনদ অর্জনে ট্যানারি প্রস্তুতকরণ কর্মসূচি” বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় গত ১০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা-য় “LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ কর্মসূচির ইনসেপশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।
কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর, ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, এসোসিয়েশনের জেনারেল সদস্যগণ, চামড়া শিল্প সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বিভিন্ন ট্যনারির মালিক ও প্রতিনিধিগণ, বিটিএ এবং এলএসবিপিসি এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Bangladesh Tanners Association (BTA) > Latest News > LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ কর্মসূচির ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত