বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে , বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকায় বিশেষ কর্মসূচি হিসেবে আয়োজিত “LWG সনদ অর্জনে পানি ও বিদ্যুৎ ব্যবহার হ্রাসে ট্যানারির করণীয় ” বিষয়ে ০৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির ১ম দিন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর, জেনারেল সেক্রেটারি, জনাব মোঃ সাখাওয়াত উল্ল্যাহ, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়ের উপ-পরিচালক, জনাব ইসরাত জাহান।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির, টেকনিশিয়ান, সুপারভাইজার ও ড্রাম ম্যানগণ।
এছাড়াও বিটিএ এবং এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
“LWG সনদ অর্জনে পানি ও বিদ্যুৎ ব্যবহার হ্রাসে ট্যানারির করণীয় ” বিষয়ে প্রশিক্ষণ
