বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে , বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশনা অনুযায়ী গত ৩০ এপ্রিল, ২০২৪ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকায় বিশেষ কর্মসূচি হিসেবে আয়োজিত “LWG সনদ অর্জনে পানি ও বিদ্যুৎ ব্যবহার হ্রাসে ট্যানারির করণীয় ” বিষয়ে ০৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির ৪র্থ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ভাইস চেয়ারম্যান, জনাব মোঃমিজানুর রহমান, প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ গোলাম শাহনেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লিমিটেড, আরও উপস্থিত ছিলেন জনাব ইসরাত জাহান, উপ-পরিচালক ও জনাব লিটন চন্দ্র রায়, সহকারী পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, এবং জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির টেকনিশিয়ান, সুপারভাইজার ও ড্রাম ম্যানগণ।
এছাড়াও বিটিএ এবং এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Bangladesh Tanners Association (BTA) > Latest News > “LWG সনদ অর্জনে পানি ও বিদ্যুৎ ব্যবহার হ্রাসে ট্যানারির করণীয় ” বিষয়ে প্রশিক্ষণ