চামড়া রপ্তানীর ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও অনিয়মসমূহ নিরসনপূর্বক শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে তিন সংগঠনের ( বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন, বাংলাদেশ ফিনিশ লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন ও লেদার এন্ড লেদার গুডস বায়িং এজেন্টস কো- অপারেটিভ সোসাইটি লিঃ) প্রতিনিধির সমন্বয়ে গঠিত উপ-কমিটির ১ম সভা গত ০৪ মে, ২০২৪ তারিখে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ), জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ, জেনারেল সেক্রেটারী, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ), জনাব মোঃ আবুল কালাম আজাদ লোটন, সভাপতি, লেদার এন্ড লেদারগুডস বায়িং এজেন্টস কো-অপারেটিভ সোসাইটি লিঃ, জনাব মোঃ দিলজাহান ভূইয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ), জনাব এম এ আউয়াল, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ), জনাব মোঃ নাছির উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক, লেদার এন্ড লেদারগুডস বায়িং এজেন্টস কো-অপারেটিভ সোসাইটি লিঃ।
সভায় চামড়ার বাজার পরিস্থিতি, বিদেশী ক্রেতাদের আবাসন, অগ্রীম টিটি গ্রহণ, চামড়া সিলেকশন, ওয়েট ব্লু রপ্তানী, ট্যানারীর অনিয়ম তদারকি এবং ট্যানারী ভাড়া সম্পর্কিত আনুসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহীন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ), জনাব আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ), জনাব মোর্শেদ হায়দার, উপদেষ্টা, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
এছাড়াও জনাব এম শাহজাহান, ব্যবস্থাপনা পরিচালক, এমবিকো ট্রেডিং কর্পোরেশন, জনাব রাসেল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, ফেনী ট্যানারী প্রাঃ লিঃ, জনাব ইমাম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, এবিএস ট্যানারী লিঃ, জনাব আব্দুল হাকিম, ব্যবস্থাপনার পরিচালক, ইউরোপা ইন্টারন্যাশনাল, জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বিটিএ-এর কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন ।
Bangladesh Tanners Association (BTA) > Latest News > বিটিএ, বিএফএলএলএফইএ ও লেদার এন্ড লেদার গুডস বায়িং এজেন্টস কো- অপারেটিভ সোসাইটি লিঃ এর যৌথ সভা অনুষ্ঠিত