বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বিসিক চামড়া শিল্পনগরীতে গত ০৫ জুন, ২০২৪ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ,এ “দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়নে সচেতনতামুলক” বিষয়ক আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় সভাপতিত্ব করেন জনাব সাদেক বাবু, সদস্য, কার্যনির্বাহী কমিটি, বিটিএ ও চেয়ারম্যান, বেঙ্গল পেলি এক্সপোর্ট কোং লিঃ। এছাড়া, আলোচনায় অংশগ্রহন করেন বিসিক চামড়া শিল্পনগরীর বিভিন্ন ট্যানারীর মালিক ও প্রতিনিধিগণ এবং বিটিএর নির্বাহী কর্মকর্তাগণ। আলোচনা শেষে আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Bangladesh Tanners Association (BTA) > Latest News > “দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়নে সচেতনতা” বিষয়ক আলোচনা সভা