বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “LWG সনদ অর্জন পরবর্তী করনীয়” শীর্ষক এক কর্মশালা গত ১৯ মে, ২০২৪ তারিখে এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ, তালতলা, অভয়নগর, নোয়াপাড়া, যশোরে অনুষ্ঠিত হয়।
কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন
জনাব লিটন চন্দ্র রায়, সহকারী পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়,
জনাব খন্দকার মোহাম্মদ খালিদ হাসান, সহকারী ব্যবস্থাপক, এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ,
জনাব মোঃ জোহায়েব মাসুদ রণি, কমপ্লায়েন্স ইনচার্জ , এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ,
জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বিটিএ’র কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ এর ম্যানেজার, সুপারভাইজার, কমপ্লায়েন্স অফিসার ও শ্রমিক।
এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ – এ “LWG সনদ অর্জন পরবর্তী করনীয়” শীর্ষক কর্মশালা
