“কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক কর্মশালা

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক কর্মশালা গত ১৫ জুন, ২০২৪ তারিখে সাহারা চাইনিজ রেস্টুরেন্ট, সাহারা প্লাজা, কানাইখালি, নাটোরে অনুষ্ঠিত হয়।
কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব শফিকুল ইসলাম, প্রভাষক (খন্ডকালীন), ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব এস এম মকসেদ আলী, আহবায়ক, নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ, প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম শিমুল, মাননীয় সংসদ সদস্য, নাটোর-২ আসন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম আজম, নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ, জনাব হাজী মোঃ বাবুল প্রাং, নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ এবং বিটিএ’র কর্মকর্তাবৃন্দ।
কাঁচা চামড়ার সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহনের সাথে সম্পৃক্ত শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় মাদ্রাসার মুফতি, ইমাম, খতিব ও খাদেম প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *