চামড়া আমাদের দেশের একটি মূল্যবান জাতীয় সম্পদ। বিশ্ববাজারে বাংলাদেশী চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা প্রচুর, তারপরও প্রতিযোগীমূলক রপ্তানী বাজারে টিকে থাকতে হলে সময়পোযোগী পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের চামড়া শিল্পের
আধুনিকায়নে চামড়া ও চামড়া জাত পণ্যের নতুন বাজার সন্ধান এবং বিদেশী ক্রেতাদের দৃষ্টি আকর্ষনের লক্ষ্যে মানসম্পন্ন চামড়া ও চামড়া জাত পণ্যে উৎপাদনের জন্য বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে ০৭ ডিসেম্বর, ২০২৫ রোজ রবিবার দুপুর ০২:৩০ ঘটিকায় হল রুম, ম্যাগপাই চাইনিজ রেস্টুরেন্ট, ২য় তলা, বাদুর তলা, শহীদ আবুল কাশেম সড়ক, চুয়াডাঙ্গা “কাঁচা চামড়ার গুনগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“কাঁচা চামড়ার গুনগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” বিষয়ের উপর উপস্থাপনা করেন জনাব মোঃ সামাউল আলম, প্রভাষক, ইন্সিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহকারি পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, জনাব সিরাজুল ইসলাম মনি, সাবেক কাউন্সিলর, চুয়াডাঙ্গা পৌরসভা। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার মাংস ব্যবসায়ী জনাব মোঃ খোরশেদ আলম এবং স্থানীয় বিভিন্ন মাংস দোকানের মালিক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল, মাদ্রাসা ও মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।





