বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা গত ০৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন-এর হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব মোঃ সামাউল আলম, প্রভাষক, ইন্সিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক জনাব লিটন চন্দ্র রায় এবং মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব এ জে এম সিরাজুম মুনীর।
কর্মশালায় মেহেরপুরের কাঁচা চামড়া ব্যবসায়ী, স্থানীয় মাংসের দোকান মালিক-কর্মচারী, মসজিদের ইমাম, মাদ্রাসা ও স্কুলের শিক্ষকসহ চামড়া সংগ্রহের সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।






