“LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুতকরণ” শীর্ষক কর্মশালা

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ৩১ জানুয়ারি,২০২২ “LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুতকরণ” শীর্ষক কর্মশালা ফোর সীজন রেস্টুরেন্ট, ধানমন্ডি, ঢাকা-য় অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুর রহিম খান, কো-অর্ডিনেটর, বিজনেস প্রমোশন কাউন্সিল ও যুগ্ম-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহীন আহমেদ, চেয়ারম্যান, বিটিএ ও ডিরেক্টর, এফবিসিসিআই। স্বাগত বক্তব্য রাখেন বিটিএ’র জেনারেল সেক্রেটারী জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ।
কর্মশালার বিষয়বস্তুর উপর সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান, বিটিএ’র এক্সিকিউটিব কমিটির সদস্য বৃন্দ, এলএসবিপিসির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং কর্মশালার জন্য মনোনীত ট্যানারীর মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




বিটিএ’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কার্যনির্বাহী কমিটির (২০২১-২০২২) ৪র্থ সভা গত ০৯ জানুয়ারি, ২০২২ তারিখে এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিটিএ’র সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ।

চামড়া শিল্পের উন্নয়ন ও রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে চামড়া শিল্পনগরী ঢাকা পরিদর্শন

চামড়া শিল্পের উন্নয়ন ও রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনাব তপন কান্তি ঘোষ এর নেতৃত্বে গত ০৭ জানুয়ারী, ২০২২ তারিখে চামড়া শিল্পনগরী ঢাকা’র CETP এবং বিভিন্ন ট্যানারি পরিদর্শন করা হয়।
পরিদর্শনে পরিবেশ বন ও জলবায়ূ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রলায়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ সচিববৃন্দ সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগন এবং বিটিএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চামড়া শিল্পের সংকট উত্তরণে জনাব তপন কান্তি ঘোষ (সিনিয়র সচিব) এর এরুপ অগ্রনী ভুমিকা্র জন্য বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।






“Pre-Treatment বাস্তবায়নে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ২৯ ডিসেম্বর, ২০২১ তারিখে বিসিক কার্যালায় চামড়া শিল্পনগরী ঢাকার হল রুমে “Pre-Treatment বাস্তবায়নে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার অংশ হিসেবে ৩০ ডিসেম্বর বিভিন্ন ট্যানারি সরেজমিনে পরিদর্শন করা হয়।
কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা অঞ্চল) জনাব সালমান চৌধুরী শাওন, জনাব অরুপ রতন সরকার সহকারী প্রকৌশলী (সিভিল), চামড়া শিল্পনগরী, ঢাকা, জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী প্রকৌশলী (কেমিক্যাল),চামড়া শিল্পনগরী, ঢাকা এবং বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন চামড়া শিল্পনগরী ঢাকার বিভিন্ন ট্যানারির ড্রামম্যান, সুপারভাইজার ও ম্যানেজার।





“Pre-Treatment বাস্তবায়নে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ২১ ডিসেম্বর, ২০২১ তারিখে ঢাকা ট্যানারি ইন্ডাষ্ট্রিয়াল এস্টেট ওয়েস্ট ট্রিট্মেন্ট প্লান্ট কোম্পানি লিঃ এর হল রুমে “Pre-Treatment বাস্তবায়নে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার অংশ হিসেবে ২২ ডিসেম্বর বিভিন্ন ট্যানারি সরেজমিনে পরিদর্শন করা হয়।
কর্মশালায় ঢাকা ট্যানারি ইন্ডাষ্ট্রিয়াল এস্টেট ওয়েস্ট ট্রিট্মেন্ট প্লান্ট কোম্পানি লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব প্রকৌশলী জিতেন্দ্র নাথ পাল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা অঞ্চল) জনাব সালমান চৌধুরী শাওন এবং বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন চামড়া শিল্পনগরী ঢাকার বিভিন্ন ট্যানারির ড্রামম্যান, সুপারভাইজার ও ম্যানেজার।






“Pre-Treatment বাস্তবায়নে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ১৩ ডিসেম্বর, ২০২১ তারিখে বিসিক কার্যালায় চামড়া শিল্পনগরী ঢাকার হল রুমে “Pre-Treatment বাস্তবায়নে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার অংশ হিসেবে ১৪ ডিসেম্বর বিভিন্ন ট্যানারি সরেজমিনে পরিদর্শন করা হয়।
কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা অঞ্চল) জনাব সালমান চৌধুরী শাওন এবং বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন চামড়া শিল্পনগরী ঢাকার বিভিন্ন ট্যানারির ড্রামম্যান, সুপারভাইজার ও ম্যানেজার।





চামড়া শিল্প নগরীতে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শন

গত ২৪ নভেম্বর, ২০২১ রোজ বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আশরাফ উদ্দিন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংগে নিয়ে চামড়া শিল্প নগরী ঢাকা পরিদর্শন করেন।
এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)’র সভাপতি জনাব মোঃ শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ সহ বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং অন্যান্য সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিগণ।

চামড়া শিল্পনগরী ঢাকা’র অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন

EC4J প্রকল্পের আওতায় বিভিন্ন সেক্টরের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে PIFIC উইং গঠন করা হয়।
এই প্রকল্পের আওতায় বাংলাদেশের চামড়া শিল্পের স্বার্থে এবং চামড়া শিল্পনগরী ঢাকা’র অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) কয়েকটি প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেছে। প্রকল্পের স্থান এবং সম্ভাব্য ফলাফল যাচাই এর জন্য EC4J, PIFIC, IMC world wide এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এর প্রতিনিধিগন গত ২৪ নভেম্বর, ২০২১ চামড়া শিল্পনগরী ঢাকা পরিদর্শন করেন।
পরিদর্শনে EC4J প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মনছুরুল আলম, উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) শেখ মোঃ আব্দুর রহমান সহ ,বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ), PIFIC এবং IMC world wide এর কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


“ট্যানারি ওয়েস্ট ম্যানেজমেন্ট” শীর্ষক ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

EC4J এর অর্থায়নে,বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “ট্যানারি ওয়েস্ট ম্যানেজমেন্ট” শীর্ষক ৫ দিন ব্যাপি TOT ট্রেইনিং গত ২০-২৪ নভেম্বর-২০২১,বিটিএ’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।



পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং লিঙ্গ বিষয়ক ৫ দিন ব্যাপি TOT প্রোগ্রাম অনুষ্ঠিত

EC4J এর অর্থায়নে,বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং লিঙ্গ বিষয়ক” ৫ দিন ব্যাপি TOT ট্রেইনিং গত ১৩-১৭ নভেম্বর-২০২১,বিটিএ’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।