“LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ ফলো-আপ কর্মসূচির পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা-১” অনুষ্ঠিত

ট্যানারি শিল্প একটি ঐতিহ্যবাহী ও দেশীয় কাঁচামাল ভিত্তিক রপ্তানিমুখী খাত। রপ্তানির জন্য উৎপাদনে কমপ্লাইয়েন্স অনুসরণ বাধ্যতামূলক। LWG সনদ কমপ্লাইয়েন্স অর্জনে সহায়ক। এ সনদ অর্জন করতে পারলে ইউরোপসহ অন্যান্য দেশের ব্র্যান্ড বায়ারদের আর্কষণ করা সহজ হবে। বিটিএ এলএসবিপিসি এর সহায়তায় প্রাথমিকভাবে ২৫ টি ট্যানারিতে “LWG সনদ অর্জনে ট্যানারি প্রস্তুতকরণ কর্মসূচি” বাস্তবায়ন করছে। ২০২২-২০২৩ অর্থবছরে উক্ত ২৫ টি ট্যানারি হতে LWG Protocol এর ১৭১০ নম্বরের ১৭ টি সেকশন বাস্তবায়ন কর্মকান্ডে এগিয়ে থাকা ১২ টি ট্যানারির ফলো-আপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গত ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা-য় “LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ ফলো-আপ কর্মসূচির পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা-১” অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয়ের কমকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন এবং সিনিয়র কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সামাজিক কমপ্লাইয়েন্স, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার বিষয়ক দিনব্যাপি বেসিক ট্রেনিং অনুষ্ঠিত

EC4J প্রকল্প-বাণিজ্য মন্ত্রণালয় এর অর্থায়নে, এলএসবিপিসি ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “সামাজিক কমপ্লাইয়েন্স, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার বিষয়ক” দিনব্যাপি বেসিক ট্রেনিং গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে চামড়া শিল্পনগরী সাভারে অবস্থিত খোকন ট্যানারি লিঃ এর ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর হেড অব প্রজেক্টস অ্যান্ড প্রোগ্রাম, জনাব রেহানা আক্তার রুমা এবং ই-জোন এর কর্মকর্তাগণ ট্রেনিং-এ উপস্থিত ছিলেন।
ট্রেনিং-এ ফেসিলিটেটর ছিলেন বিটিএ’র নির্বাহী কর্মকর্তা, জনাব আবদুল্লাহ আল কাওছার, প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ট্যানারির সুপারভাইজার ও মিড-লেভেল কর্মকর্তাগণ ।


“কোয়ালিটি সম্পর্কিত সচেতনতা ও উপলব্ধি বিষয়ক” দিনব্যাপি বেসিক ট্রেনিং অনুষ্ঠিত

EC4J প্রকল্প-বাণিজ্য মন্ত্রণালয় এর অর্থায়নে, এলএসবিপিসি ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “কোয়ালিটি সম্পর্কিত সচেতনতা ও উপলব্ধি বিষয়ক” দিনব্যাপি বেসিক ট্রেনিং গত ০৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে চামড়া শিল্পনগরী সাভারে অবস্থিত খোকন ট্যানারি লিঃ এর ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর হেড অব প্রজেক্টস অ্যান্ড প্রোগ্রাম জনাব রেহানা আক্তার রুমা এবং ই-জোন এর কর্মকর্তাগণ ট্রেনিং-এ উপস্থিত ছিলেন।
ট্রেনিং-এ ফেসিলিটেটর ছিলেন লেদার ইঞ্জিঃ জনাব অনুপম তালুকদার, প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ট্যানারির সুপারভাইজার ও মিড-লেভেল কর্মকর্তাগণ ।


ন্যাশনাল প্ল্যান অব একশন বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চামড়া শিল্পের সোশ্যাল কমপ্লায়েন্স অর্জণের লক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর যৌথ উদ্যোগে বিটিএ’র সদস্যভুক্ত ট্যানারি মালিক ও ব্যাবস্থাপনা পরিচালকগণের সাথে সরকার কর্তৃক অনুমোদিত ন্যাশনাল প্ল্যান অব একশন বাস্তবায়ন বিষয়ে এক অবহিতকরণ সভা গত ৩০ জানুয়ারি, ২০২৩ তারিখে ফোর সিজন রেষ্টুরেন্ট, ধানমন্ডী, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
অবহিতকরণ সভায় বিটিএ’র সদস্যভুক্ত বিভিন্ন ট্যানারির মালিক/ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির উদ্দিন আহমেদ (অতিরিক্ত সচিব), মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহীন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
এছাড়াও বিটিএ’র ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান, জেনারেল সেক্রেটারি, জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ, বিএলএফ’র মহাসচিব, জনাব জেড এম কামরুল আনাম, দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ, বিটিএ, বিএলএফ এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।





The Asia Foundation’s Board of Trustees visited TIED

An 18-member delegation of The Asia Foundation’s Board of Trustees including Honorable President, Laurel Miller visited Tannery Industrial Estate Dhaka on 24th January, 2023.
They visited Anjuman Trading Corporation and attended a meeting with Bangladesh Tanners Association (BTA) after the visit.
BTA Chairman Mr. Md. Shaheen Ahamed, General Secretary Mr. Md. Shakawat Ullah, Head of projects & program, Mr. Rehana Akter Ruma, The Asia Foundation’s Bangladesh team, BLF and BTA officials also attended the meeting.





“LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ ফলো-আপ কর্মসূচির ইনসেপশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত

ট্যানারি শিল্প একটি ঐতিহ্যবাহী ও দেশীয় কাঁচামাল ভিত্তিক রপ্তানিমুখী খাত। রপ্তানির জন্য উৎপাদনে কমপ্লাইয়েন্স অনুসরণ বাধ্যতামূলক। LWG সনদ কমপ্লাইয়েন্স অর্জনে সহায়ক। এ সনদ অর্জন করতে পারলে ইউরোপসহ অন্যান্য দেশের ব্র্যান্ড বায়ারদের আর্কষণ করা সহজ হবে। বিটিএ এলএসবিপিসি এর সহায়তায় প্রাথমিকভাবে ২৫ টি ট্যানারিতে “LWG সনদ অর্জনে ট্যানারি প্রস্তুতকরণ কর্মসূচি” বাস্তবায়ন করছে। ২০২২-২০২৩ অর্থবছরে উক্ত ২৫ টি ট্যানারি হতে LWG Protocol এর ১৭১০ নম্বরের ১৭ টি সেকশন বাস্তবায়ন কর্মকান্ডে এগিয়ে থাকা ১২ টি ট্যানারির ফলো-আপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গত ২১ জানুয়ারি, ২০২৩ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা-য় “LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ ফলো-আপ কর্মসূচির ইনসেপশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুর রহিম খান, কো-অর্ডিনেটর, বিপিসি ও অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহীন আহমেদ, চেয়ারম্যান, বিটিএ ও পরিচালক এফবিসিসিআই।
সিনিয়র কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়াও, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ, ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান, ট্রেজারার, জনাব এস এম আওলাদ হোসেন, এসোসিয়েশনের জেনারেল সদস্যগণ, চামড়া শিল্প সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যাক্তিবর্গ, বিভিন্ন ট্যনারির মালিক ও প্রতিনিধিগণ, বিটিএ এবং এলএসবিপিসি এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Discussion meeting regarding infrastructure development held between BTA & IDCOL

A discussion meeting regarding infrastructure development between Bangladesh Tanners Association (BTA) and Infrastructure Development Company Limited (IDCOL) held at BTA conference room on 17 January, 2023.
BTA Chairman Mr. Md. Shaheen Ahamed, General Secretary Mr. Md. Shakawat Ullah, Vice Chairman Mr. Md. Mizanur Rahman, Mr. Alamgir Morshed, CEO, IDCOL, other officials from BTA & IDCOL was present at the meeting.

“LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ ফলো-আপ কর্মসূচির ক্যাপাসিটি বিল্ডিং-১” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ট্যানারি শিল্প একটি ঐতিহ্যবাহী ও দেশীয় কাঁচামাল ভিত্তিক রপ্তানিমুখী খাত। রপ্তানির জন্য উৎপাদনে কমপ্লাইয়েন্স অনুসরণ বাধ্যতামূলক। LWG সনদ কমপ্লাইয়েন্স অর্জনে সহায়ক। এ সনদ অর্জন করতে পারলে ইউরোপসহ অন্যান্য দেশের ব্র্যান্ড বায়ারদের আর্কষণ করা সহজ হবে। বিটিএ এলএসবিপিসি এর সহায়তায় প্রাথমিকভাবে ২৫ টি ট্যানারিতে “LWG সনদ অর্জনে ট্যানারি প্রস্তুতকরণ কর্মসূচি” বাস্তবায়ন করছে। ২০২২-২০২৩ অর্থবছরে উক্ত ২৫ টি ট্যানারি হতে LWG Protocol এর ১৭১০ নম্বরের ১৭ টি সেকশন বাস্তবায়ন কর্মকান্ডে এগিয়ে থাকা ১২ টি ট্যানারির ফলো-আপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গত ১৫ জানুয়ারি, ২০২৩ তারিখে হল রুম, আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা-য় “LWG সনদ আর্জনে ট্যানারি প্রস্তুতকরণ ফলো-আপ কর্মসূচির ক্যাপাসিটি বিল্ডিং-১” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয়ের কমকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন এবং সিনিয়র কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

“Pre-Treatment বাস্তবায়নে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ১১ জানুয়ারি,২০২৩ তারিখে চামড়া শিল্পনগরীর আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন এর কনফারেন্স রুমে “Pre-Treatment বাস্তবায়নে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার অংশ হিসেবে ১২ জানুয়ারি, ২০২৩ বিভিন্ন ট্যানারি সরেজমিনে পরিদর্শন করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয়ের কমকর্তা বৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন চামড়া শিল্পনগরী ঢাকার বিভিন্ন ট্যানারির ড্রামম্যান, সুপারভাইজার ও ম্যানেজারগণ।


Joint Monitoring by Working Committee (WC) to observe the progress of NPA implementation

As a part of regular activity of the Working Committee, visited 6 factories in the Savar Tannery Industrial Estate to observe the progress of NPA implementation. They visited the Khokon Tannery, Ayub Brothers, Marson Tannery, R K Leather and Bengal Pelli. During the visit they discussed the social compliance issues of the tannery industry and requested them to implement these issues within the time frame. The WC members met with factory owners and Management and discussed the importance of the implementation of the National Plan of Action. Dr. Nazmun Nahar, Assistant Inspector General of Department of Inspection for Factories and Establishment (DIFE), Rehana Akter Ruma, Member of the WC and Head of Program & Projects of Bangladesh Tanners Association (BTA), Abul Kalam Azad, President of Tannery Workers Union, Abdul Maleque, General Secretary Tannery Workers Union, Md. Sajjad Hossain, Assistant Engineer of BSCIC and Mahmudul Hasan Khan, Deputy Director Bangladesh Labour Foundation (BLF) were present in this event as the members of WC.