“Pre-Treatment বাস্তবায়নে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ১৫ মার্চ, ২০২২ তারিখে বিসিক কার্যালায় চামড়া শিল্পনগরী ঢাকার হল রুমে “Pre-Treatment বাস্তবায়নে মহামান্য আদালতের নির্দেশনাসমূহ প্রতিপালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার অংশ হিসেবে ১৬ মার্চ বিভিন্ন ট্যানারি সরেজমিনে পরিদর্শন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর ভাইস চেয়ারম্যান। এছাড়াও বিসিক চামড়া শিল্পনগরী কার্যালয়, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন চামড়া শিল্পনগরী ঢাকার বিভিন্ন ট্যানারির ড্রামম্যান, সুপারভাইজার ও ম্যানেজার।



Inclusive dialogue on Labor Inspections at Tanneries

The Asia Foundation, in conjunction with Bangladesh Labor Foundation (BLF) and Bangladesh Tanners Association (BTA) organized an inclusive dialogue on Labor Inspections at Tanneries: Issues and way forward. The dialogue was held on Thursday, March 10, 2022, at Hotel 71, Dhaka – 1000, Bangladesh.
Md. Nasir Uddin Ahmed, Inspector General (Additional Secretary), Department of Inspection for Factories and Establishments (DIFE) was the Chief Guest at the dialogue. Mr. Md. Sakawat Ullah, General Secretary of BTA also presented at the dialogue as a special guest & leader representative from Bangladesh Tanners Association (BTA).



“Sustainable Finished Leather Development ” বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষন

EC4J প্রকল্প-বাণিজ্য মন্ত্রণালয় এর অর্থায়নে, এলএসবিপিসি ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “Sustainable Finished Leather Development/Surface Coating(Chemical & Mechanical Process)” বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষন গত ০৯ ও ১০ মার্চ, ২০২২ সালমা ট্যানারী লিঃ, চামড়া শিল্প নগরী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
দুইদিন ব্যাপি ট্রেনিং এর উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ এবং ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন লেদার ইঞ্জিনিয়ার জনাব মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও ট্রেনিং-এ বিটিএ’র হেড অব প্রজেক্টস এন্ড প্রোগ্রাম, জনাব রেহানা আক্তার রুমা এবং বিটিএ ও ই-জোনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ট্রেনিং-এ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির লেদার ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানবৃন্দ।
ট্রেনিং-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলএসবিপিসি,বাণিজ্য মন্ত্রণালয় এর সহকারী নির্বাহী কর্মকর্তা, কাজী আনিসুর রহমান খান।




Online meeting held between BTA and SAMAN PAYDAR NAVID CO. Ltd, Tehran, Iran

An online meeting has been held on 28th Feb. 2020 between Bangladesh Tanners Association (BTA) and SAMAN PAYDAR NAVID CO. Ltd from Tehran, Iran regarding bilateral commercial improvement among leather producer, commercial exporter and importer from two countries.
Mr. Shaheen Ahamed, Chairman of BTA, Dr. Julia Moin, Commercial Counsellor, Bangladesh Embassy – Tehran, high officials and diplomats from Bangladesh and Iran, Commercial importers and leather producers from Tehran and officials from BTA were present at the meeting.

LWG সনদ অর্জনে Capacity Building কর্মশালা – ০২

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণের লক্ষ্যে, ২৫ টি ট্যানারি থেকে মনোনীত ২৫ জন প্রতিনিধির সমন্বয়ে Capacity Building-02 কর্মশালা গত ২৮ ফেব্রুয়ারি,২০২২ বিটিএ’র হলরুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএ’র ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মিজানুর রহমান। সিনিয়র কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।


বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান এম্বাসেডরের সাভারস্থ চামড়া শিল্প নগরী এবং CETP পরিদর্শন

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর আমন্ত্রনে বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান এম্বাসেডর জনাব এনরিকো নানযিয়াতা গত ২৪ ফেব্রুয়ারী ২০২২, সাভারস্থ চামড়া শিল্প নগরী এবং CETP পরিদর্শন করেন। এরপর চামড়া শিল্প নগরীর আঞ্জুমান ট্রেডিং করপোরেশনের বিভিন্ন ট্যানিং প্রক্রিয়া এবং ট্যানারী পরিদর্শন করেন।
পরিদর্শনে বিটিএ’র চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ, ট্রেজারার জনাব শফিক এম ডি আওলাদ হোসেন-সহ বিটিএ’র অন্যান্য নেতৃবৃন্দ, DTIEWTPCL-এর ব্যবস্থাপনা পরিচালক (উপ সচিব) জনাব মোস্তাক আহমেদ এবং বিটিএ ও বিসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জনাব নানযিয়াতা বাংলাদেশ ও ইতালির মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন এবং চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার ব্যাপারে আশ্বাস প্রদান করে।




“Sustainable Tanning & Re-tanning ( Chemical & Mechanical process) ” বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষন

EC4J প্রকল্প-বাণিজ্য মন্ত্রণালয় এর অর্থায়নে, এলএসবিপিসি ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “Sustainable Tanning & Re-tanning ( Chemical & Mechanical process) ” বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষন গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারী, ২০২২ আঞ্জুমান ট্রেডিং করপোরেশন, চামড়া শিল্প নগরী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
দুইদিন ব্যাপি ট্রেনিং-এর উদ্বোধন করেন EC4J এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মনছুরুল আলম, তাঁকে ফুল দিয়ে অনুষ্ঠানে বরণ করেন বিটিএ’র সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত উল্যাহ।
ট্রেনিং-এ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ট্যানারির লেদার ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানবৃন্দ।
ট্রেনিং-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ, ট্রেজারার জনাব শফিক এম ডি আওলাদ হোসেন এবং বিটিএ ও ই-জোনের কর্মকর্তাবৃন্দ।






পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে ট্যানারীতে কর্মরত শ্রমিকদের অংশগ্রহণে ২দিনব্যাপী প্রশিক্ষণ

বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর আয়োজনে এবং দ্যা এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে গত ১৮-১৯ ফেব্রুয়ারি, ২০২২ইং তারিখে আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ এর প্রশিক্ষণের ভেন্যুতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে ট্যানারীতে কর্মরত ১২টি ট্যানারীর শ্রমিকদের অংশগ্রহণে ২দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেহানা আক্তার রুমা, হেড অব প্রোগ্রাম এন্ড প্রোজেক্ট, বাংলাদেশট্যানার্সএসোসিয়েশন (বিটিএ)।

LWG সনদ অর্জনে Capacity Building কর্মশালা – ০১

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণের লক্ষ্যে, ২৫ টি ট্যানারি থেকে মনোনীত ২৫ জন প্রতিনিধির সমন্বয়ে Capacity Building-01 কর্মশালা গত ০৯ ফেব্রুয়ারি,২০২২ বিটিএ- হলরুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সিনিয়র কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।